হোস্টিং অভিজ্ঞতা - পোকোহোস্ট

একটা হোস্টি খুঁজতে গিয়ে নামের ভুলে একটা গুগল সার্চ করে একটা হোস্টিং দেখতে পেলাম, যার নাম পোকোহোস্ট। ভিতরে ঢুকে দেখি আরো অবাক কান্ড। এমন সব সার্ভিস প্রদান করতেসে যেটা আসলেই অন্যরকম। স্টুডেন্টদের জন্য মাসিক ৩০ টাকার হোস্টিং, এক মাসের ট্রায়াল হোস্টিং, পিএইচপি ৮ সহ কত কিছু। গুগল সার্চ দিয়ে ত আরো অবাক। অনেক সাইটেই রিভিউ পেলাম এই হোস্টিং প্রভাইডারের।

কোম্পানীর কিছু ইতিহাস

কোম্পানীটা নতুন না। আগে উনাদের নাম ছিল Subahost, যেটার ফেইসবুক পেইজে কিছু ভালো এমাউন্টের লাইক আছে। আর পরে গতবছরের দিকে উনাদের হোস্টিংয়ের নাম পরিবর্তন করে PokoHost করে নেয়।

উনারা Spotlight Creative নামে একটা কোম্পানী থেকে এই হোস্টিং সার্ভিসটি তৈরি করে। গুগল সার্চ করে যদিও উনাদের মেইন কোম্পানীর ব্যাপারে তেমন কিছু পেলাম না। যা পেলাম সবই হোস্টিং রিলেটেড জিনিসপত্র, আর নাহলে পেইজের লিংক কাজ করেনা।

উনাদের ফেসবুক পেইজে অনেকগুলো ব্লগ পোস্ট, আর মজাদার বিজ্ঞাপন দেখতে পেলাম। বেশ কিছু লাইক আছে দেখে মনে হলো উনারা বিজনেসে একদমই নতুন না, তবে খুব পুরোনোও না।

প্যাকেজগুল‌ো

উনাদের এখানে অনেকগুলো প্যাকেজ ছিলো। এছাড়া অনেকগুলো প্যাকেজে ডিস্কাউন্টও ছিলো। রেগুলার প্যাকেজে ৬০% ডিস্কাউন্ট, প্রিমিয়াম প্যাকেজে ৪০% ডিস্কাউন্ট। এতগুলো প্যাকেজের উপর দিয়ে যাওয়া সম্ভব না বলে আমি বাছাই করা কয়েকটা প্যাকেজের উপর দিয়ে যাচ্ছি।

  • স্টুডেন্ট বাজেট হোস্টিংঃ এটা আমার দেখা ভালো একটা প্যাকেজ ছিল। মাসিক মাত্র ৩০ টাকায় ২০০ এম্বি হোস্টিং দিয়ে হোস্টিং এর ভিতরের প্যানেল কিরকম সেটা দেখার ব্যবস্থা আছে। ৩০ টাকায় ২০০ এম্বি হোস্টিং, ৬০ টাকায় ৫১২ এম্বি, ১০০ টাকায় ১ জিবি হোস্টিং। যদিও অনেক কিছু লিমিটও করে দেয়া হয়েছে যেন কেউ এবিউজ না করতে পারে।
  • রেগুলার হোস্টিংঃ  বাৎসরিক ৬৯৯ টাকা দিয়ে ৫১২ এম্বি হোস্টিং স্পেস আর ১০ জিবি ব্যান্ডউইথ। বাৎসরিক ৯৯৯ টাকা দিয়ে ১ জিবি হোস্টিং স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ। এভাবে বাৎসরিক ৪৮৫৯ টাকা দিয়ে ২০ জিবি পর্যন্ত হোস্টিং স্পেস।
  • প্রিমিয়াম হোস্টিংঃ মাসিক ১০০ টাকা দিয়ে ২ জিবি হোস্টিং, মাসিক ১৬০ টাকায় ৫ জিবি হোস্টিং, আর মাসিক ৪৬০ টাকায় ১৬ জিবি হোস্টিং।
  • টার্বো হোস্টিংঃ মাসিক ১২০০ টাকা দিয়ে ৫ জিবি হোস্টিং, এভাবে মাসিক ৩২০০ টাকায় ২০ জিবি হোস্টিং পর্যন্ত দেয়া হয়। এই প্যাকেজে উনারা ক্লাউডফ্লেয়ারের সাপোর্ট প্রদান করতেসেন, যা দিয়ে সহজে অনেক কিছু ক্যাশ করে সাইট দ্রুত লোড করা যায়। এছাড়া প্রিমিয়াম এসএসএল, ফ্রি ডট কম ডোমেইন সহ আরো অনেক কিছু ছিল।

প্যাকেজ হিসাব করলে ১০০ টাকায় ১ জিবি স্টুডেন্ট হোস্টিং নেয়ার চেয়ে প্রিমিয়াম ২ জিবি নেয়াটা আমার কাছে সঠিক মনে হয়েছে। আর পেমেন্ট করার জন্য বিকাশ, রকেট, নগদে ম্যানুয়ালি টাকা পাঠানো যায়, ব্যাংক ট্রান্সফার করা যায়, অথবা পেপাল দিয়েও পেমেন্ট করা যায়। অনেকে মাসিক পেমেন্ট নিতেই চায় না, মাসিক দাম দেখিয়ে পুরো বছরের জন্য লক করে দেয়, এখানে উনারা মাসিক প্যাকেজের পেমেন্ট মাসিকই করতে দিবে।

উনারা মোটামুটি ৪৯ রকম ডোমেইন সাপোর্ট দিচ্ছেন। একটা নরমাল ডট কম ডোমেইন কেনার প্রাইস এখানে লেখা ৮৫০ টাকা, যা ডলারে কনভার্ট করলে ১০ ডলারের মত হয়। উনাদের কাছ থেকে ডোমেইন না কিনলে যেখান থেকে ডোমেইন কেনা আছে, ওখানে নেইমসার্ভার আপডেট করে এখানে সেটা সরাসরি ডোমেইন বা এডঅন ডোমেইন হিসাবে এড করা যাবে।

অভিজ্ঞতাগুলো

এত সস্তা হোস্টিংয়ে সব রকম সুবিধা পাওয়া যাবেনা সেটা ঠিক, তবে অনেক বড় কিছু লিমিটেশনও পেয়েছিলাম হোস্টিলয়ের সি-প্যানেল থেকে। বলার আগেই বলে নিই আমার ১০০ টাকার প্রিমিয়াম ট্রায়াল প্যাকেজে অনেক কিছুই লিমিটেড করা ছিলো। যদিও অনেক কিছু লিমিট থাকার পরও ব্যবহার করতে পেরেছি, এবং লিমিট না থাকার পরও ব্যবহার করতে পারিনি।

আর প্রতিটি জিনিস খুটিনাটি ঘেটেও দেখা সম্ভব না। তাই বাছাই করা কয়েকটা অংশ নিয়ে আলোচনা করলাম।

⚠️ ড্যাশবোর্ডঃ

ফ্রি ট্রায়াল পেয়ে টেস্ট করার জন্য, মাসিক ১০০ টাকার একটা ২ জিবি স্পেস দিচ্ছে এমন একটা প্যাকেজ কিনলাম, ট্রায়াল হিসাবে এটা পুরোই ফ্রি। সবার কাছে ট্রায়াল খোঁজা লাগে, উনারা এমনিতেই দিচ্ছে, ব্যাপারটা খুব ভালো লাগলো।

পরে ঢুকেই দেখি ভিতরে অনেকগুলো লিংক আর পেইজ কাজ করেনা। যেমন এফিলিয়েট পেইজে কোন তথ্য নেই। সাপোর্টে নক দিয়ে বসে আছি। বেশ কিছুক্ষণ পরই একটা রিপ্লাই এলো। যেটাতে নতুন একটা ইন্টারফেসের লিংক দিলো। ওখানে মোটামুটি সবগুলো লিংকই কাজ করছিলো। উনাদের সার্ভিসটা প্রায়ই স্প্যামাররা এবিউজ করতেসিলো বলে এই সিস্টেম।

অনেক জায়গায় তাদের প্যাকেজের বর্ণনার সাথে বাস্তব প্যাকেজের মিল পাওয়া যায়নি, সাপোর্ট জানিয়েছিলো এটা আমার বোঝার ভুল ছিলো, যদিও আমি টার্মস ঘেটে দেখতে পাইনি ট্রায়াল একাউন্টে এই সবকিছু লিমিট করা থাকবে।

✅ টার্মিনালঃ

একটা ছোট ওয়েব ইন্টারফেস দিয়ে টার্মিনাল ব্রাউজ করতে পেরেছিলাম। যেটা দিয়ে মোটামুটি অনেকগুলো কাজই করা সম্ভব যা প্যানেলের ইন্টারফেস থেকে সরাসরি করা যাচ্ছিলো না। প্যাকেজে লিমিট থাকার পরও কেন এটা ব্যবহার করতে পারছিলাম?

✅ মাল্টিপিএইচপিঃ

ডিফল্ট ভাবে পিএইচপি ৭.৪ ব্যবহার করা হলেও আমি চাইলে একেকটা এপে একেক রকম পিএইচপি ভার্সন ব্যবহার করতে পারবো। পিএইচপি ৮ পর্যন্ত ইন্সটল করা ছিলো। এছাড়া প্রত্যেকটার জন্য আলাদা ini ফাইলও এডিট করার অপশন ছিলো।

✅ এক্সটেনশনঃ

পিএইচপি ও পার্লের এক্সটেনশন ইন্সটল করার একটা উইজার্ড ছিলো। আমি চাইলে PEAR রিপোজিটোরি থেকে ইচ্ছামত এক্সটেনশন ইন্সটল করে নিতে পারব।

✅ রুবি এপঃ

সার্ভারের টার্মিনাল থেকে রুবির কোন কিছু না পাওয়া গেলেও অদ্ভুত ভাবে রুবির এপ সেটাপ ঠিকই কাজ করছিলো। রুবির ২.৬ ভার্সনও দেখাচ্ছিলো।

⚠️ ডিএনএস প্রপাগেশনঃ

নেইমচিপ আর ক্লাউডফ্লেয়ার হতে এর আগে আমি অনেকবার ডিএনএস চেন্জ করেছিলাম। এই প্রথম একটা হোস্টিংয়ে এত সময় লাগলো প্রপাগেট হতে।

ডোমেইন অন্য জায়গা থেকে কিনেছি বলে ট্রান্সফার করবো না, কিন্তু সাইনআপ করার পর কোন নেইম সার্ভার ব্যবহার করবো সেটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাদের KnowledgeBase এও তেমন কিছুই লেখা ছিলোনা। হোস্টিং ইনফরমেশন নামের একটা অংশ ছিলো, যেটাতে পরে নেইমসার্ভারের ডাটা দেখালেও, প্রথমে অনেকক্ষণ ধরেই দেখায়নি।

উনাদের সাপোর্টের রিপ্লাই এসেছে কিনা মেইল চেক করতে দেখি লগিন ইনফরমেশন দেয়া। যেখানে লগিন সহ নেইম সার্ভারের সব ডিটেইলস দেয়া আছে :/ । মেইলে সরাসরি পাসওয়ার্ড দিয়ে দেয়াটা এখনকার যুগে যদিও একটু খারাপ ব্যাপার, হোস্টিং বিজনেসে এখন পর্যন্ত এটাই বোধহয় একটা স্ট্যান্ডার্ড।

নেইমচিপে গিয়ে আপডেট করে দিলাম। ডিএনএস চেকার দিয়ে চেক করে দেখলাম এটার প্রপোগেশন হতে বেশ সময় লাগবে। ততক্ষণ আপাতত এটা ব্যবহার উপযোগী না।


দুইদিন অপেক্ষা করেও সবগুলো ডিএনএস আপডেট হলোনা। মাত্র ১১ টা লোকেশনে হোস্টিং এর এড্রেস দেখাচ্ছে। সাপ‌োর্টে নক দেয়ার পর উনারা আমাকে দুইটা নতুন DNS সার্ভার প্রদান করেন, যার পর বাকি কাজটা খুব দ্রুত হয়ে যায়। তবে কাজটা হতে প্রায় ৪-৫ দিন লেগেছিলো, যেটা একটু দুঃখজনক।

ns1.balancedserver.com
ns2.balancedserver.com

⚠️ এসএসএলঃ

এসএসএল খুব গুরুত্বপূর্ণ হলেও, সার্টিফিকেট তারা যেটা দিচ্ছিলো সেটা প্রাথমিকভাবে সেলফ সাইন করা ছিল। ফলে এটা সবার কম্পিউটারে কাজও করবে না। তবে ডিএনএস প্রপাগেশন হবার পর লেটসএনক্রিপ্ট দিয়ে সার্টিফিকেট জেনারেট হয়, এবং এসএসএল ঠিকঠাক কাজ করতে থাকে।

⚠️ ইমেইলঃ

হোস্টিংয়ের নরমাল প্যানেল ও সি-প্যানেল দুইটা দিয়েই ইমেইল একাউন্ট তৈরি করা গিয়েছিলো। তৈরি করার পর সেটা থেকে imap, smtp, সবই কাজ করছিলো। অনলাইনে মেইলগুলো দেখার জন্য RoundCure ও Horde দুইটা ওয়েবমেইল ভিউয়ার দেয়া হয়।

তবে খুব ভালোভাবে সব সেটাপ না করলে মেইলগুলো স্পাম বক্সে যাবে। ফ্রি হোস্টিংগুলো অবশ্য খুব এবিউজ করা হয় বলে আইপিগুলো ব্লাকলিস্টে চলে যায়। তবে প্রাথমিকভাবে সব কাজ করেছে।

✅ স্ক্রিপ্ট ইন্সটলারঃ

সাধারণত ট্রায়াল নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করে দেখি। ভিতরে সফটাকুলাস এর মাধ্যমে সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করা গিয়েছে।

সেটাপ করার পর আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। এরপর রিসেট করে, মেইলটা স্পাম বক্সে চলে যাওয়ায় পাচ্ছিলাম না। তবে উপরের সফটাকুলাস দিয়ে পাসওয়ার্ডও রিসেট করে ভিতরে ঢুকতে পেরেছিলাম সহজেই।